২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৩:২৫

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ মুখোমুখি সাকিব-তামিম

ফাইনালে ওঠার লড়াইয়ে আজ দ্বিতীয় কোয়ালিফায়ারে মুখোমুখি হবে রংপুর রাইডার্স ও ফরচুন বরিশাল। মিরপুরে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হবে ম্যাচটি

লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকেও রংপুর রাইডার্স হেরে যায় প্রথম কোয়ালিফায়ারে। তবে প্লে-অফের নিয়মানুযায়ী ফাইনালের খেলার আরেকটি সুযোগ পাচ্ছে সাকিব-সোহানদের রংপুর রাইডার্স। দ্বিতীয় কোয়ালিফায়ারে হারাতে হবে ফরচুন বরিশালকে। প্রথম কোয়ালিফায়ারে রংপুরের টপঅর্ডারে ছিলো ব্যর্থ, বোলিংয়েও খুব নিয়ন্ত্রিত ছিলো না। 

জিমি নিশামের একক নৈপূণ্যে ১৮৫ রানের স্কোর গড়েও প্রতিপক্ষকে চাপে ফেলতে পারেনি রংপুর। সে ম্যাচের ভুলগুলো নিয়ে অনুশীলনে কাজ করেছেন কোচ মিজানুর রহমান বাবুল। এলিমিনেটর ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে বিদায় করে দ্বিতীয় কোয়ালিফায়ারের টিকিট কেটেছে ফরচুন বরিশাল। দারুণ উজ্জিবিত তারকা সমৃদ্ধ দলটি। 

শিরোপার লড়াইয়ে যেতে আরো একধাপ পার হতে হবে তামিম ইকবালের বরিশালকে। ডেভিড মিলার, মাহমুদুল্লাহ, মুশফিকরা বড় ভরসা দলের। অধিনায়ক তামিম নিজেও আছেন দুর্দান্ত ফর্মে।সাকিব-তামিমের দ্বৈরথের ম্যাচে থাকবে উত্তাপ, থাকবে দর্শক উন্মাদনাও। 

Facebook
Twitter
LinkedIn