২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৪
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ৩:৫৪

ফাইনালে ম্যাচ পরিচালনায় থাকছেন যারা

অস্ট্রেলিয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে রোববার (১৩ই নভেম্বর) মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান ও ইংল্যান্ড। আর এই ফাইনাল অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ার বিখ্যাত মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে।

ম্যাচে বৃষ্টির সম্ভবনা থাকলেও রির্জাভ-ডে তে খেলার একটি পরিকল্পনা রেখেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। এর আগেও গ্রুপ পর্বের প্রায় সবকটি ম্যাচেই বৃষ্টিতে ভেসে ছিল মেলবোর্ন। 

এদিকে, আম্পায়ার নিয়ে বির্তকের মধ্যে দিয়েই ফাইনাল খেলার ম্যাচ অফিসিয়ালদের নামের তালিকা প্রকাশ করেছে আইসিসি। শুক্রবারে (১১ই নভেম্বর) এ ঘোষণা করে তারা।

ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকছেন দক্ষিণ আফ্রিকার মারাই এরাসমাস এবং শ্রীলংকার কুমার ধর্মসেনা। অন্যদিকে টিভি আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন নিউজিল্যান্ডের ক্রিস গ্যাফানি। চতুর্থ আম্পায়ার হিসেবে আছেন অস্ট্রেলিয়ার পল রাইফেল। ফাইনালের ম্যাচ রেফারি হিসেবে থাকছেন শ্রীলংকার রঞ্জন মাদুগালে।

Facebook
Twitter
LinkedIn