২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৪১
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১০:৪১

ফারজানা আজিম সুকৌশলে প্রতিবন্ধি ভাইয়ের নামের অবৈধ শেয়ার উপহার হিসাবে নিয়ে সাউথইষ্ট ব্যাংকের পরিচালক হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন-যা আইনের চোখে প্রশ্নবিদ্ধ?

ফারজানা আজিম সুকৌশলে প্রতিবন্ধি ভাইয়ের নামের অবৈধ শেয়ার উপহার হিসাবে নিয়ে সাউথ ইষ্ট ব্যাংকের পরিচালক হওয়ার জন্য তোড়জোড় শুরু করেছেন-যা আইনের চোখে প্রশ্নবিদ্ধ? সুকৌশলে মিসেস ফারজানা আজিম তারপ্রতিবন্ধি ভাই মি মামুন আজিমের নামে এডি হোল্ডিং মাধ্যমে ক্রয় করেন সাউথ ইষ্ট ব্যাংকের শেয়ার সেই সাউথ ইষ্ট ব্যাংকের শেয়ার উপহার হিসাবে দেখান তারই প্রতিবন্ধি ভাই মামুন আজিম এর কাছ থেকে নেওয়া-যা আইনের চোখে প্রশ্নবিন্ধ? কারন এডি হোল্ডিং এর এমডিমিসেস ফারজা আজিম ,যে ভাই মিঃমামুন আজিমের নামে ৪৮,১০,৭২০টি শেয়ার উপহার হিসাবে নিয়েছেন,সেই ৪৮,১০,৭২০টি শেয়ার যার বাজার মুল্য প্রায় ৭কোটির উপরে। এই সাত কোটি টাকা মিঃ মামুন আজিমের ট্যাক্স ফাইলে উল্লেখ নাই,তাহলে এতেই প্রমানিত হয় এই ৪৮,১০,৭২০টি শেয়ার সাউথ ইষ্ট ব্যাংকের শেয়ার মিঃ মামুন আজিম কোন বৈধ পথে ক্রয় করেন নাই এবং তার কি ব্যাবসা আছে সেটাও উল্লেখ করেন নাই ।যে ব্যক্তি শেয়ার সম্পর্কে তার সঠিক কোন ধারনা নাই,সে ব্যক্তি এত টাকার সাউথ ইষ্ট ব্যাংকের শেয়ার কিনলেন এবং তার বোনকে উপহার হিসাবে দিলেন।কিন্তৃ সরকার তার টাকর উৎস জানলোনা ট্যাক্স ও পেলনা এই অবৈধ সাউথ ইষ্ট ব্যাংকের শেয়ার ক্রয় করা সম্পুর্ণ টাকাই হয়তো অপ্রদর্শিত যা মানিলন্ডারিং আইনের পরিপন্ধিও সিকিউরিটিজ আইনের গুরুতর লংঘন। পুজিঁবাজার স্বার্থের পরিপন্থী।তাই নিয়ন্ত্রন সংস্থার উচিৎ হবে নিয়ম অনুযায়ী তদন্ত সাপেক্ষে এই ৪৮,১০,৭২০টি সাউথ ইষ্ট ব্যাংকের শেয়ার বাজেয়াপ্ত করে জড়িত ব্যাক্তি ব্যক্তিদের সিকিউরিটিজ আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যাবস্থ্যা করা,যাতে অন্য কেউ এই ধরনের কাজ করার সাহস না পায়। এই মিসেস ফারজানা যেহেতু সাউথ ইষ্ট ব্যাংকের স্পনসর শেয়ার হোল্ডার এবং এডি হোল্ডিংসের এর এমডি।ফারজানা যদি কারসাজির মাধ্যমে সাউথ ইষ্ট ব্যাংকের পরিচালক নিযুক্ত হন,একজন ইনসাইডার হিসাবে যদি সে সাউথ ইষ্ট ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য নিযুক্ত হন তাহলে র্বোড মিটিং এ অংশগ্ৰহনের মাধ্যমে সকল বিষয় জ্ঞাত হবেন এই ফারজানা ভেনিফিশারী হবেন।র্বোড মিটিংয়ে অংশগ্ৰহনে
র মাধ্যমে সে সকল তথ্যসমুহ পুজিঁবাজার সংশ্লিষ্টদের মাঝে তথ্য সরবরাহের মাধ্যমে সাউথইষ্ট ব্যাংকের শেয়ার কারসাজি করতে সুবিদা হবে যা সিকিউরিটিজ আইনের গুরতর লংঘন,পুজিঁবাজার স্বার্থের পরিপন্থী।এই আজিম উদ্দিন সাহেবের দুই ছেলে এক মেয়ে।বড় ছেলে ইফতেখার আজিম সে পৃথক থাকেন,ছোট ছেলে একজন মেন্টাল প্রতিবন্ধি,তার আজিম উদ্দিন সাহেবের সাথেই তাকেন।পুজিঁবাজার সম্পর্কে যার কোন আইডিয়াও নাই।শেয়ার মার্কেট সম্পর্কে ধারনাও নাই।যার কোন ব্যবসা নাই এবং ব্যবসা করার মত জ্ঞান নাই। ইফতেখার আজিম স্পনসর শেয়ার হোল্ডার,মেয়ে ফারজানা আজিম স্পনসর শেয়ার হোল্ডার থেকে সাউথ ইষ্ট ব্যাংকের পরিচালক হওয়ার জন্য মিঃ মামুন আজিমকে ব্যবহার করে তার নামে এডি হোল্ডিংয়ের ২১৩নং সদস্যের মাধ্যমে মামুন আজিমের একাউন্ডে এডি হোল্ডিংয়ে প্রায় ৪৮,১০,৭২০টি সাউথ ইষ্ট ব্যাংকের শেয়ার ক্রয় করেন।কিন্তৃ মামুন আজিম এত টাকা কোথায় পেলেন তার কোন ট্যাক্স ফাইলে উল্লেখ করেন নাই এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্বা গ্ৰহনের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের দূষ্টি আকর্ষন করছি

Facebook
Twitter
LinkedIn