তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-২০ ক্রিকেটে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন আয়ারল্যান্ড অধিনায়ক পল স্টার্লিং। ফলে সিরিজ জয়ের লক্ষ্যে আগে ব্যাট করবে বাংলাদেশ। প্রথম ম্যাচে বৃষ্টি আইনে আয়ারল্যান্ডকে ২২ রানে জিতে এগিয়ে আছে বাংলাদেশ। আজ আয়ারল্যান্ডকে হারালেই নিশ্চিত হবে টাইগারদের সিরিজ জয়।
আজ বুধবার (২৯শে মার্চ) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি দুপুর ২টায় শুরু হওয়ার কথা রয়েছে। এদিকে, পুরো সকাল রৌদ্রোজ্জ্বল আবহাওয়া থাকলেও ম্যাচ শুরুর হওয়ার ঘণ্টাখানেক আগে থেকে চট্টগ্রামের আকাশে মেঘ-রোদের লুকোচুরি চলছে। টস শুরুর মিনিট খানেক আগেই শুরু হয় ঝড়ো বাতাস। তার মধ্যেই দুই দলের অধিনায়ক টস করছেন। টস জিতে আইরিশ অধিনায়ক পল স্টারলিং ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেও কিছুক্ষণ পরই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হয় ঝুম বৃষ্টি।
ওয়ানডের মতো টি-টোয়েন্টিতেও অদম্য শক্তি হয়ে উঠছে বাংলাদেশ। আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথমটিতে জিতে ইতোমধ্যে এগিয়ে রয়েছে সাকিব আল হাসানের দল। আজ সফরকারীদের হারাতে পারলে প্রথমবার টানা পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ জয়ের স্বাদ পাবে বাংলাদেশ।
সিরিজের প্রথম ম্যাচে দাপুটে ব্যাটিং করেছিল বাংলাদেশ দল। টাইগার শিবিরে যে পরিবর্তনের হাওয়া বইছে সেটা বেশ ভালো করেই বোঝা যাচ্ছিল প্রথম ম্যাচেই। দলের দুই ওপেনার লিটন দাস এবং রনি তালুকদার শুরুতেই করেন মারকাটারি ব্যাটিং। লিটন ৪৭ রানে ফিরলেও রনি তুলে নিয়েছিলেন ক্যারিয়ারের প্রথম অর্ধ-শতক।
এদিকে দীর্ঘদিন পর টাইগারদের হয়ে ব্যাটিংয়ে নেমেছিলেন শামীম পাটোয়ারী। তিনিও রেখেছিলেন নিজের স্বাক্ষরতার পরিচয়। আউট হওয়ার আগে এই ব্যাটার করেছিলেন ৩০ রান। এছাড়া সাকিব করেছিলেন ২০ রান। দলের সব ব্যাটারই রয়েছেন রানের মধ্যে। তবে দিনশেষে সব আলো কেড়ে নেন টাইগার পেসার তাসকিন আহমেদ। ক্যারিয়ার সেরা বোলিংয়ের দিনে একাই গুঁড়িয়ে দেন আইরিশদের ব্যাটিং অর্ডার। এক সময় শঙ্কা জাগানো ম্যাচটাও হাতের নাগালে চলে আসে।
দ্বিতীয় ম্যাচের আগে এক দিনের বিশ্রামে ছিল বাংলাদেশ। অবশ্য দলের সকল খেলোয়াড় বিশ্রামে দিন কাটালেও অধিনায়ক সাকিবের ব্যস্ততা কম ছিল না। খেলা বা অনুশীলন না থাকায় সেই সুযোগে সাকিব ছুটেছিলেন বিজ্ঞাপনের কাজে। এদিকে প্রথম ম্যাচে কাঁধের চোটে পড়া রনির অবস্থাও ভালো। জানা গেছে দ্বিতীয় ম্যাচ খেলতে নেই কোনো বাধা।
বাংলাদেশের বিশ্রামের দিনে উল্টো অনুশীলনে ঘাম ঝরিয়েছে আয়ারল্যান্ড দল। জহুর আহমেদের মাঠের নেটে ব্যস্ত সময়ই পার করেছে সফরকারীরা।
বাংলাদেশ দল: সাকিব আল হাসান (অধিনায়ক), লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, শামীম হোসেন, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ।
আয়ারল্যান্ড দল: পল স্টার্লিং (অধিনায়ক), মার্ক আদায়ার, রস আদায়ার, কার্টিস ক্যাম্ফার, গ্যারেথ ডেলানি, জর্জ ডকরেল, গ্রাহাম হিউম, হ্যারি টেক্টর, লরকান টাকার, বেন হোয়াইট ও ফিওন্ড হান্ড।