নিজ শহর সান্তোসে শেষকৃত্য সম্পন্ন হবে পরলোকে পাড়ি জমানো কিংবদন্তী ফুটবলার পেলের। আগামী সোমবার ভিলা বেলমিরো স্টেডিয়ামে তাঁর প্রতি শ্রদ্ধা জানাবে ব্রাজিলের জনসাধারণ।
ফুটবল রাজার শেষকৃত্য বিষয়ে সান্তোস ক্লাব কর্তৃপক্ষ জানায়, ‘তিনবারের বিশ্বকাপ চ্যাম্পিয়ন জয়ীকে বহনকারী কফিনটি সোমবার ভোরে সাও পাওলোর আলবার্ট আইনস্টাইন হাসপাতাল থেকে নিয়ে যাওয়া হবে ভিলা বেলমিরো স্টেডিয়ামে। পর কফিনটি মাঠের মাঝখানের বৃত্তের ভেতর রাখা হবে।’
পরে সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় স্টেডিয়ামের দরজা জনসাধারণকে শেষ শ্রদ্ধা জানানো জন্য খুলে দেয়া হবে এবং ২৪ ঘণ্টা ধরে তা চলবে।
মঙ্গলবার পেলের কফিনটি সান্তোসের রাস্তায় নিয়ে যাওয়া হবে। তাঁর ১০০ বর্ষী মা সেলেস্টের বাড়ির সামনে দিয়ে কফিনটি যাবে।
তাঁকে সমাহিত করা হবে সান্তোসের ভার্টিকাল সিমেট্রি মেমোরিয়াল নেসরোপোল ইকুমেনিকাতে। পরিবারের সদস্যদের উপস্থিতে সমাধিস্থ করা হবে পেলেকে।
এদিকে, কিংবদন্তীর প্রয়াণে ব্রাজিলের প্রেসিডেন্ট জাইর বলসোনারো তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। সরকারি গেজেটের অতিরিক্ত সংস্করণে প্রকাশিত একটি ডিক্রিতে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়।
মূলত তিন তিনবার বিশ্বকাপ জয় করার জন্য পেলে বিখ্যাত হয়েছেন। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র ফুটবলার যার তিনটি বিশ্বকাপ জয়ের রেকর্ড রয়েছে। এছাড়াও তিনি তার ক্লাব ও জাতীয় দলের হয়ে মোট ১,৩৬৩ টি ম্যাচ খেলে গোল করেছেন ১,২৮১টি।