২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩২
২৭শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১২ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩২

ফের চালু নেপালের সব ভিসা সার্ভিস

নেপালের অভিবাসন বিভাগ আজ রবিবার থেকে সব ভিসা সার্ভিস চালুর সিদ্ধান্ত নিয়েছে। মহামারীর কারণে মাসখানেক আগে এ সার্ভিস বন্ধ করে দেয়া হয়েছিল। অভিবাসন বিভাগের এক কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি এমন খবর দিয়েছে। শনিবার এই বিভাগের তথ্য কর্মকর্তা রাম চন্দ্র তিওয়ারি বলেন, ভিসা সার্ভিস পুনরায় চালুর কারণে নেপালে অবস্থারনত বিদেশিরাই মূলতঃ উপকৃত হবেন। তিনি জানান, বিমানবন্দরে বিদেশিদের জন্যে এরাইভাল ভিসা সার্ভিসও চালু করা হবে। ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, বিদেশি পাসপোর্টধারী ১০ হাজারেরও বেশি লোক বর্তমানে নেপালে অবস্থান করছেস। বিভাগটি আরো বলছে, মহামারী পরিস্থিতির কারণে আগামী ২৭ সেপ্টেম্বর পর্যন্ত কোন ফি ও ক্ষতিপূরণ ছাড়াই তারা বিদেশিদের ভিসা সার্ভিস দেবে।

Facebook
Twitter
LinkedIn