ফিলিস্তিন আর ইসরায়েলের মধ্যে লড়াই যত তীব্র হচ্ছে, তত সেই উত্তেজনা প্রকাশের একটা বড় মাধ্যম হয়ে উঠেছে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামসহ বিভিন্ন সামাজিক মাধ্যম। চলছে হ্যাসট্যাগ যুদ্ধ। ফিলিস্তিনিদের ওপর হামলার প্রতিবাদে বিশ্বের বিভিন্ন দেশের জনগণ হ্যাসট্যাগ ব্যবহার করে এর প্রতিবাদ জানাচ্ছে। তেমনি আগ্রাসী ইসরায়েলকেও সমর্থন জানিয়ে সাইবার এ যুদ্ধে অংশগ্রহণ করেছেন অনেকেই। দুনিয়ার সবচেয়ে বড় প্ল্যাটফর্ম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। ফেসবুকে এ পর্যন্ত ফিলিস্তিনের পক্ষে সবচেয়ে বেশি হ্যাসট্যাগ দিয়ে প্রতিবাদ জানিয়েছে #savesheikhjarrah শব্দটি লিখে। এটি এখনো পর্যন্ত প্রায় ৪ কোটি ৩০ লাখ বার লেখা হয়েছে। ২ কোটি ১০ লাখ বার পোস্টের মাধ্যমে দ্বিতীয় অবস্থানে রয়েছে #Salva_el_barrio_de_SheikhJarrah,
দেশের জনপ্রিয় ইউটিউবার তৌহিদ উদ্দিন আফ্রিদি এবং দেশের জনপ্রিয় ক্রিকেটার মুশফিকুর রহিম সহ আরও অনেকেই ফিলিস্তিনের পক্ষে ফেসবুকে পোস্ট দিয়েছেন।