২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১০:১৮

ফ্রান্সের বর্ষসেরা ফুটবলার এমবাপে

প্যারিস ছাড়ার আগে এবার বড় একটি স্বীকৃতিও পেলেন এমবাপে। ফ্রান্সের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন তিনি। গতকাল সোমবার প্যারিসের একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এই স্বীকৃতি পান তিনি। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে ৪৪ গোল করে টানা পঞ্চমবার এই পুরস্কার জিতলেন এমবাপে। 

পিএসজির হয়ে ৭ মৌসুম খেলেছেন এমবাপে। লম্বা সময়ের মধ্যে পিএসজিকে অনেক কিছুই দিয়েছেন তিনি। বিদায়ের সংবাদ তিক্ত হলেও প্যারিস থেকে এমবাপের বিদায়টি সুন্দর করতে চায় পিএসজি। যে কারণে তুলুজের বিপক্ষে ম্যাচের পর এমবাপের জন্য বিদায়ী অনুষ্ঠানের আয়োজন করেছিল লুইস এনরিকের দল।

এর আগে গেল সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পিএসজি ছাড়ার ঘোষণা দেন এমবাপে। মনে করা হচ্ছে, আগামী আসর থেকে লা লিগার ক্লাব রিয়াল মাদ্রিদে যোগ দেবেন তিনি।

এমবাপে পিএসজি ছাড়া ঘোষণা দিলেও এখনো মৌসুম শেষ হয়নি। চলতি মৌসুমে এখনো ৩ ম্যাচ বাকি আছে পিএসজির। এর মধ্যে ফরাসি লিগ ওয়ানের দুটি ম্যাচ আর আগামী ২৫ মে ফ্রান্স কাপের ফাইনাল ম্যাচ আছে এমবাপেদের। 

Facebook
Twitter
LinkedIn