Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১:৩৬

ফ্রান্সের ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা

আসন্ন কাতার বিশ্বকাপ উপলক্ষে ২৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেছে ফ্রান্স। স্কোয়াডে ২৬ জনকে দলে নেয়ার সুযোগ থাকলেও ২৫ জনকে নিয়েই বিশ্বকাপ খেলতে যাচ্ছেন ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম।

আজ বৃহস্পতিবার (১০ নভেম্বর) ফ্রান্সের ঘোষণা করেন দিদিয়ের দেশম।

ইনজুরির কারণে এবারের বিশ্বকাপের দলে ঠাই হয়নি ন’গলো কন্তে ও পল পগবার। অপরদিকে- এডুয়ার্ডো কামাভিঙ্গা, অরেলিয়ন শুয়ামেনি, উইলিয়াম সালিবা, ইব্রাহিমা কোনাতে ও ক্রিস্টোফার নকুনকু তাদের প্রথম বিশ্বকাপ খেলতে যাচ্ছেন।

ফ্রান্সের ২৫ সদস্যের স্কোয়াডে যারা আছেন:

গোলরক্ষক- হুগো লরিস, মাইক ম্যাগনান, স্টিভ মান্দান্ডা।

ডিফেন্ডার- লুকাস হার্নান্দেজ, থিও হার্নান্দেজ, প্রেসনেল কিম্পেম্বে, জুলস কন্ডে, ইব্রাহিমা কোনাতে, বেঞ্জামিন পাভার্ড, উইলিয়াম সালিবা, ডেওট উপমেকানো, রাফায়েল ভারান।

মিডফিল্ডার- এডুয়ার্ডো কামাভিঙ্গা, মাতেও গুয়েনদোজি, বোবাকার কামারা, অ্যাদ্রিয়েন র‍্যাবিওট, অরেলিয়ান শুয়ামেনি।

ফরোয়ার্ড- কারিম বেনজেমা, ওসমান দেম্বেলে, কিংসলে কোমান, অলিভিয়ের জিরৌ, অ্যান্টোয়ান গ্রিজম্যান, রান্ডাল কোলো মুয়ানি, কিলিয়ান এমবাপ্পে, ক্রিস্টোফার নকুনকু।

উল্লেখ্য, আগামী ২২ নভেম্বর বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফ্রান্স।

Facebook
Twitter
LinkedIn