২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:২৮

ফ্লাইওভারে মোটরবাইকে লরির ধাক্কা, ছিটকে পড়ে নিহত ২

রাজধানীর খিলগাঁও উড়ালসড়কে লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার ভোরে এ দুর্ঘটনা ঘটেছে। নিহতরা হলেন বিধান বিশ্বাস ও এন্তারুজ্জামান।

ভাটারার খিলবাড়ীর টেকের আবদুস সালামের পুত্র এন্তারুজ্জামান। বিধান বিশ্বাসের বাড়ি খুলনার ফুলতলা। তার বাবার নাম অশ্বিনী বিশ্বাস। এ ঘটনায় লরিটি জব্দ করেছে পুলিশ। তবে চালক পালিয়ে গেছে।

খিলগাঁও থানার এসআই হাসান মুন্সি বলেন, ভোরে খিলগাঁও উড়ালসড়কে দ্রুতগতির লরির ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী রাস্তায় ছিটকে পড়েন। দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সঙ্গে থাকা এনআইডি থেকে প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম জানা গেছে।

Facebook
Twitter
LinkedIn