২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:২৭

বইমেলার সময় বাড়ল ২ দিন

অমর একুশে বইমেলা-২০২৪ এর সময়সীমা দু’দিন বাড়ানো হয়েছে। মেলা চলবে আগামী ২ মার্চ (শনিবার) পর্যন্ত।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব খলিল আহমদের বরাত দিয়ে বাংলা একাডেমির পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়।

বাংলা একাডেমির মহাপরিচালক মুহম্মদ নূরুল হুদা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের পরামর্শক্রমে আগামী শুক্রবার ও শনিবার পর্যন্ত বইমেলার সময় বৃদ্ধি করা হয়েছে।

এর আগে, ১৮ ফেব্রুয়ারি একুশে বইমেলার সময় দু’দিন বাড়ানোর জন্য বাংলা একাডেমিতে চিঠি দেয় বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি।

Facebook
Twitter
LinkedIn