Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১২:০২

বইমেলার সময় আরও বাড়ল ২ দিন

সবার মন খারাপ ছিল। শেষ হয়ে যাচ্ছে। প্রাণের বইমেলা। তবে শেষ হইয়াও যেন শেষ হইলো না …পাঠকদের প্রাণের বইমেলার সময় ঠিকই বাড়ানো হলো। প্রকাশকদের অনুরোধেই এই সিদ্ধান্ত গ্রহণ করেছে বাংলা একাডেমি। পাঠক ও প্রকাশক উভয়মহলই বাংলা একাডেমিকে সাধুবাদ জানাচ্ছে। আর পাঠক ও বইপড়ুয়াদের মন খুশিই থাকছে। সামনে শুক্রবার। শনিবার। দুদিন ছুটির দিনে সকালেই শুরু হবে বইমেলা। পরিবার নিয়ে বাছবিচার করে বইকেনার আরও দুদিনের সুযোগটা এবার কাজে লাগাবে সবাই। যারা এখনও ঢাকা বইমেলায় যেতে পারেননি সবার জন্য বলা যায় নতুন দুইদিনের সময়সূচী উপকাররেই আসবে। এই মাসটিটে বেশকিছু ছুটি থাকায় বই বিক্রেতারা আশানুরূপ লাভবান হতে পারেননি বলে অনেক প্রকাশক অভিমত ব্যক্ত করেন। সবার জন্য নতুন বরাদ্দকৃত দুটি দিন সত্যি খুবই আনন্দের হলো।

মারুফ আহমেদ, বিশেষ প্রতিনিথি

Facebook
Twitter
LinkedIn