বন্ড ইস্যু করার পাশাপাশি অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। একইসঙ্গে ২০২০ সালের ৩০ জুন এবং ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, কোম্পানিটি ২৫০ কোটি টাকা অনুমোদিত মূলধন বাড়িয়ে ১৫০ কোটি টাকা থেকে ৪০০ কোটি টাকা করবে। এছাড়া কোম্পানিটি বিশেষ ব্যবসার জন্য ৩০০ কোটি টাকার কনভার্টেবল বন্ড ইস্যু করবে। প্রস্তাবিত বন্ড ইস্যুর মাধ্যমে কোম্পানিটি জমি ও মেশিনারিজ কেনার পাশাপাশি কারখানা পুনর্নির্মাণের কাজ করবে। প্রতিটি বন্ডের মূল্য এক লাখ টাকা ধরা হয়েছে। বন্ডটি ম্যাচুরিটি হবে ৬ বছরে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও শেয়ারহোল্ডারদের অনুমোদন সাপেক্ষে বন্ড ইস্যু করবে কোম্পানিটি।
এদিকে কোম্পানিটির পরিচালনা পর্ষদ ৩০ জুন, ২০২১ সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে সাধারণ বিনিয়োগকারীদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেয়ার ঘোষণা দিয়েছে। আর ২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য সাধারণ বিনিয়োগকারীদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে। ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৪৫ পয়সা। ২০২১ সালের ৩০ জুন শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৬৬ পয়সা। এছাড়া এই হিসাববছরে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে এক পয়সা। ২০২১ সালের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর এবং ২০২০ সালের জন্য ১১ ডিসেম্বর বেলা ১টায় ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এজন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।