২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫২
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫২

বন্যার কারণে সিলেটে এবার ট্রেন চলাচল বন্ধ

টানা বৃষ্টিপাত আর পাহাড়ি ঢলের কারণেই ইতোমধ্যে বন্যায় তলিয়ে গেছে পুরো সিলেট। ফলে বিমানের পর এবার রেলওয়ে স্টেশনের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ। এজন্য সিলেট রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যাবে না কোনো ট্রেন। সেই সঙ্গে সিলেট স্টেশনে কোনো ট্রেন আসবেও না।

শনিবার (১৮ জুন) দুপুর ২টায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে স্টেশন ম্যানেজার নুরুল ইসলাম।

বন্যার কারণে বিভিন্ন জায়গায় রেল লাইন পানির নিচে তলিয়ে যাওয়ার কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে তিনি জানান।

তবে সিলেটের ফেঞ্চুগঞ্জের মাইজগাও স্টেশন থেকে যথারীতি সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক থাকবে। বন্যার পানি নেমে গেলে তখন পুনরায় সিলেট রেলওয়ে স্টেশন থেকে রেল ছেড়ে যাবে ও আসবে।

Facebook
Twitter
LinkedIn