২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪২
২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৪২

বন্যার তোড়ে ভেঙেছে ব্রিজ ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ

বন্যার তোড়ে নেত্রকোনার মোহনগঞ্জের ইসলামপুরে একটি রেলব্রিজ ভেঙে গেছে। রেলব্রিজটির বেশিরভাগ কাঠের স্লিপার ভেসে গেছে। নগ্ন হয়ে পড়েছে রেললাইন। যে কারণে ঢাকা-নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

শনিবার (১৮ জুন) সকাল সাড়ে ৭টার দিকে মোহনগঞ্জ ও বারহাট্টার মাঝামাঝি ইসলামপুর নামক স্থানে ব্রিজ ভেঙে যাওয়ার এ ঘটনা ঘটে।

রেলব্রিজ ভেঙে স্লিপার ভেসে যাওয়ায় ব্রিজটি সম্পূর্ণরূপে চলাচল অযোগ্য হয়ে পড়েছে। যে কারণে নেত্রকোনা থেকে ঢাকাগামী সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এ ছাড়া নেত্রকোনা থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনও বারহাট্টায় আটকে পড়েছে।

ঢাকার কমলাপুর রেল স্টেশন ম্যানেজার মাসুদ  সারোয়ার ঢাকা থেকে নেত্রকোনা রেল যোগাযোগ বন্ধ হওয়ার খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

Facebook
Twitter
LinkedIn