বিপিএলের ফাইনালে যেন মঞ্চস্থ হলো ক্রিকেটীয় এক নাটক। সেই নাটকের রোমাঞ্চ শেষে শ্বাসরুদ্ধকর ম্যাচে ফরচুন বরিশালকে ১ রানে হারিয়ে বিপিএলে তৃতীয়বারের মতো শিরোপা ঘরে তুলেছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
বিপিএলের প্রথম কোয়ালিফাইয়ারে লিগ পর্বে শীর্ষে থাকা বরিশালের কাছে হেরে গিয়েছিল কুমিল্লা। পরে দ্বিতীয় কোয়ালিফাইয়ারে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছিল কুমিল্লা। তবে শিরোপা নির্ধারণী ম্যাচে তাক লাগিয়ে দিল সেই কুমিল্লা। সেই হারের মধুর প্রতিশোধ নিল তারা। তবে সেটা শিরোপার বিনিময়ে।
নারাইনের ফিফটির জবাবে পাল্টা জবাব দেন শৈকত আলী। ওয়ানডাউনে নেমে তিনি দেখান ব্যাটিং তাণ্ডব। ৩৪ বলে ১১ বাউন্ডারি ও এক ছক্কায় খেলেন ৫৮ রানের দাপুটে এক ইনিংস। দ্বিতীয় উইকেটে ক্রিস গেইলের সঙ্গে খেলেন ৭৪ রানে পার্টনারশিপ। তবে গেইল বিদায় নেন ৩৩ রান করে। তবে কুমিল্লার শেষ দিকের বোলিং দাপটে ৮ উইকেট হারিয়ে ১৫০ রানেই গুটিয়ে বরিশাল।