Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫২

বলিউড অভিনেতা রাজীব কাপুর মারা গেছেন

বলিউড অভিনেতা রাজীব কাপুর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন। মঙ্গলবার ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া এ তথ্য জানিয়েছে।

তিনি বলিউড অভিনেতা ঋষি কাপুর ও রণধীর কাপুরের ছোট ভাই। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

রাম তেরি গঙ্গা মৈলি, এক জান হ্যায় হাম সিনেমায় অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন রাজীব। এর আগে, গত বছর বলিউড অভিনেতা ঋষি কাপুর ও ঋতু নন্দাকে হারায় কাপুর পরিবার। রাজ কাপুরের ছোট ছেলে রাজীব কাপুর ১৯৮৩ সালে ‘এক জান হ্যায় হাম’ সিনেমার মাধ্যমে বলিউডে যাত্রা শুরু করেন।

রাজীব কাপুর অভিনীত অন্যান্য সিনেমাগুলো হলো-লাভার বয়, আসমান, নাগ নাগিন, মেরা সাথী, জবরদস্ত। অভিনয়ের পাশাপাশি পরিচালনাতেও দেখা গেছে তাকে। ঋষি কাপুর ও মাধুরী দীক্ষিত অভিনীত ‘প্রেমগ্রন্থ’ সিনেমাটি তিনি পরিচালনা করেছিলেন।

Facebook
Twitter
LinkedIn