২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ১:৩১

বসুন্দিয়ার ( ঘুনি) ইসলামি মিশনে জাতীয় পুষ্টি বিষয়ক সেমিনার অনুষ্ঠিত –

সাঈদ ইবনে হানিফ ঃ (বাঘারপাড়া – বসুন্দিয়া) প্রতিনিধি ঃ
যশোরের বসুন্দিয়ায় জাতীয় পুষ্টি বিষয়ক কর্মপরিকল্পনা (২০১৬ – ২০২৫ ) কর্মসূচি বাস্তবয়ান উপলক্ষে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ৮ নভেম্বর সকাল ১০ টায় সদর উপজেলার বসুন্দিয়া ইউনিয়নের (ঘুনি) ইসলামি মিশন ও ইসলামি ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন, যশোর আদ- দীন মেডিকেল কলেজের (গাইনী) অধ্যাপক ডাঃ নিকুঞ্জ বিহারি গোলদার , সভাপতিত্ব করেন, ঘুনি ইসলামি মিশনের প্রোগ্রাম অফিসার হাসান জামিল, অন্যান্যের মধ্যে আলোচনা করেন, ইসলামিক মিশনের হিসাব রক্ষক মমতাজ উদ্দিন, শিক্ষক ও সাংবাদিক শুনিল দাস, খন্দকার ফরিদ উদ্দিন, প্রেসক্লাব বসুন্দিয়ার সভাপতি আবু তাহের ছিদ্দিক, প্রমূখ ঃ প্রধান অতিথির বক্তব্যে ডাঃ নিকুঞ্জ বিহারি বলেন, মানুষের দৈনন্দিন রোগ শোকের চিকিৎসার পাশাপাশি শরীরের চাহিদা অনুযায়ী যে পুষ্টির প্রয়োজন , সে বিষয়ে আমাদের নিজের এবং ছেলে মেয়েদের শরীরের ও খোজখবর রাখতে হবে । একই সাথে দৈনন্দিন খাদ্য তালিকা থেকে ক্ষতিকর খাদ্য বাদ দিতে হবে ।

Facebook
Twitter
LinkedIn