২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৩৪

বসুন্দিয়ার (নয়ন) কে  খুঁজে পাওয়া যাচ্ছে না

সাঈদ ইবনে হানিফ ঃ  যশোর সদর উপজেলার গাইদগাছি গ্রাম থেকে   নয়ন হোসেন  (৩২) নামে  এক যুবক নিখোঁজ হয়েছে। গত ৩১মে সকালে কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে  যাওয়ার পর  আর কোন সন্ধান পাওয়া যায়নি তার । এ ঘটনায় গত  (৬ জুন)  নিখোঁজ নয়নের বোন রিয়া খাতুন  যশোর কোতয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। নিখোঁজ নয়ন ওই গ্রামের শেখ মোতালেব হোসেনের ছেলে। এই ব্যাপারে রিয়া খাতুন জানিয়েছেন, তার বড় ভাই নয়ন হোসেন দীর্ঘদিন ধরে মানষিক ভারসাম্যহীন হয়ে  দিন যাপন করছিলেন । যে কারণে মাঝেমধ্যে সে  যেখানে খুশি সেখানে চলে যেতো। আবার দিনের মধ্যেই ফিরে আসতো। কিন্তু গত ৩১ মে দুপুর দুইটার দিকে বাড়িতে কাউকে কিছু না জানিয়ে বের হয়ে যায়। এরপর থেকে আর নয়নের কোন সন্ধান পাওয়া যায়নি। সম্ভাব্য বিভিন্নস্থানে খোঁজখবর নিয়েও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এই বিষয়ে নিখোঁজের পক্ষ থেকে গত ৬ জুন  যশোর কোতয়ালি মডেল থানায়  একটি  সাধারণ ডায়েরি করা হয়েছে  যার নং ৪০৬।  তার কোন  সন্ধান পেলে  তার বোন রিয়া খাতুনের ব্যবহৃত ০১৭৯৪-৩২০৭২৮ নম্বর মোবাইলে অথবা প্রসাশনকে জানানোর জন্য অনুরোধ করা হয়েছে। এই ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন  বসুন্দিয়া ইউপির ৫ নম্বর ওয়ার্ড সদস্য আব্দুল কাদের।

Facebook
Twitter
LinkedIn