Search
২০শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৭ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২১শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৯:০১

বসুন্দিয়া মোড় বাজার কমিটির নির্বাচনের ফলাফল !

অবশেষে ১৭ দিন পর ঘোষণা করা হলো বসুন্দিয়া মোড় বাজার কমিটির নির্বাচনের ফলাফল !
সাঈদ ইবনে হানিফ]= যশোরের বসুন্দিয়া মোড় বাজার কমিটির নির্বাচন গত ২৫ শে জানুয়ারি অনুষ্ঠিত হলেও ১৩ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ওই নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এদিন কমিটির আহ্বায়ক মাওলানা শাহ আলম এর নেতৃত্বে এই নির্বাচনের ফলাফল ঘোষণার আয়োজন করা হয়। এসময় ব্যাবসায়ী প্রতিনিধি সহ মোড় বাজারের বিশিষ্ট ব্যবসায়ীগন উপস্থিত থেকে বিজয়ী ১৩ জন প্রতিনিধির হাতে সনদ তুলে দেন। উল্লেখ্য, গত ২৫ শেখ জানুয়ারি শান্তি পুর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোট গণনা ও ফলাফল ঘোষণার মূহুর্তে রাত ১০ টার দিকে সিঙ্গিয়া হাফেজিয়া মাদ্রাসা কেন্দ্রে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং ব্যালট বাক্স ছিনতাই করে অগ্নিসংযোগের অভিযোগে নির্বাচনের ফলাফল স্থগিত করে নির্বাচন কর্তৃপক্ষ। এরপর দীর্ঘ সমালোচনার জন্ম দেয় এই বাজার কমিটির নির্বাচন। অতঃপর ১৭ দিন পর আলোচিত এই নির্বাচনের ফলাফল ঘোষণা দিতে সক্ষম হয় নির্বাচন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ । ঘোষিত ফলাফলে ছাতা প্রতিক নিয়ে সভাপতি পদে ইউসুফ বিশ্বাস ৩৭১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসভাপতি পদে আব্দুল আওয়াল ফুটবল প্রতীক নিয়ে ৩৭৯ ভোট, সাধারণ সম্পাদক পদে জহিরুল ইসলাম মুকুল মোরগ প্রতীক নিয়ে ৪১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সহসাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলী মোমবাতি প্রতীক নিয়ে ৪০৩ ভোট, পেয়ে নির্বাচিত হন। এছাড়া কোষাধ্যক্ষ পদে মোঃ উজির আলী ৩৬৪ ভোট, সাংগঠনিক সম্পাদক পদে আব্দুর রহমান ২৯৭ ভোট, প্রচার সম্পাদক পদে ইমদাদুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দপ্তর সম্পাদক মাসুম বিল্লাহ ৩৮৪ , ক্রীড়া সম্পাদক পদে কাজী মন্জুর এলাহী ২৪২ , সদস্য পদে ওলিয়ার রহমান ৫১৫ , মনিরুল ইসলাম ৪৬০ , ইসহাক আলী খোকন ৪৫৬, আইয়ুব আলী ৪৪৫, ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

Facebook
Twitter
LinkedIn