২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৬
২৬শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১১ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / রাত ১২:৪৬

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের যুগ্ম সচিব খুরশীদ আলম করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। গতকাল শুক্রবার রাত ১২টা ৫০ মিনিটে রাজধানীর ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আজ শনিবার সকালে জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বিষয়টি নিশ্চিত করেছেন। খুরশীদ আলম বিসিএস অষ্টম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা।

জনপ্রশাসন সচিব বলেন, ‘খুরশীদ আলম করোনায় আক্রান্ত হয়ে বাসাতেই ছিলেন। পরে ল্যাব এইড হাসপাতালে ভর্তির পর গতকাল রাতে তিনি মারা যান।’

এই নিয়ে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে প্রশাসনের ১২ জন কর্মকর্তার মৃত্যু হলো। সর্বশেষ গত ২৯ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুল্লাহ আল মোহসীন চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যান।

মৃত্যুবরণ করা অন্যান্যদের মধ্যে রয়েছেন- দুর্নীতি দমন কমিশনের (দুদক) উপপরিচালক (উপসচিব) জালাল সাইফুর রহমান, যুগ্ম সচিব ফখরুল কবীর, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব কিবরিয়া চৌধুরী, অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব আ. রশিদ, অতিরিক্ত সচিব গৌতম আইচ সরকার, পিআরএলে থাকা অতিরিক্ত সচিব তৌফিকুল আলম, ইপিসিএস (ইস্ট পাকিস্তান সিভিল সার্ভিস) কর্মকর্তা মোহাম্মদ আলী, সাবেক যুগ্ম সচিব ইসহাক ভূঁইয়া, অবসরপ্রাপ্ত সচিব বজলুল করিম চৌধুরী ও সাবেক যুগ্ম সচিব সরওয়ার আলম।

Facebook
Twitter
LinkedIn