Search
২৬শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৩ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৭শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৯:০৯

বহুদিন পর একসঙ্গে লাভলু ও চঞ্চল

গ্রামীণ পটভূমিতে তাদের নাটক দর্শকদের অন্য রকম বিনোদন দিতো। যারা এক হয়ে উপহার দিয়েছেন বহু দর্শকনন্দিন নাটক। ফ্রেম থেকে একসময় বিচ্ছিন্ন হয়ে গেলেও বহুদিন পর ফের এক হলেন পরিচালক সালাহউদ্দিন লাভলু ও অভিনেতা চঞ্চল চৌধুরী।

আসন্ন ঈদ উপলক্ষে তারা একটি নাটকের শুটিংয়ে অংশ নিয়েছেন। নাটকটির নাম ‘বায়ুচড়া’। বৃন্দাবন দাসের রচনায় ও সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় ‘বায়ুচড়া’ নাটকে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশিসহ আরও অনেকে।

সম্প্রতি চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘অনেক বছর পর, আবার আমরা একসাথে…। লাভ ইউ লাভলু ভাই।’

মঙ্গলবার (৪ মে) বিকেলে হাড়কিপ্টে নাটকের একটি ভিডিও শেয়ার করে চঞ্চল লিখেছেন, ‘হাড়কিপ্টে নাটকের সবচেয়ে প্রিয় ঝগড়ার দৃশ্য। অবশ্য বাস্তবে আমি আর খুশী এর চেয়েও বেশী ঝগড়া করি। করোনার কারনে আপাতত ঝগড়া বিরতি চলছে। ভাবছি করোনা শেষ হলেই আবার ঝগড়া শুরু করবো।’

এই ভিডিওটি দেখে সভাবতই প্রশ্ন জাগছে- ‘বায়ুচড়া’ নাটকেও কি তারা এমন ঝগড়া করবেন!

Facebook
Twitter
LinkedIn