Search
২৫শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১২ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৬শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৫৩

বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিকদের বাহরাইন ভ্রমণে নিষেধাজ্ঞা

বাংলাদেশসহ পাঁচ দেশের নাগরিকদের বাইরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছে সে দেশের সরকার। আজ সোমবার (২৪ মে) থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বিএনএর বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্সের খবরে বলা হয়েছে, বাংলাদেশ ছাড়াও এই তালিকায় রয়েছে ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও নেপাল। বাহরাইনের নাগরিক ও বাসিন্দারা এই নিষেধাজ্ঞা বাইরে থাকবে।

তবে এসব দেশ থেকে বাহরাইনের নাগরিক ও বাসিন্দা সেখানে যেতে হলে করোনা পরীক্ষার ‘নেগেটিভ’ রিপোর্ট নিয়ে উড়োজাহাজে উঠতে হবে। আর বাহরাইনে পৌঁছানো পর ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

বিভিন্ন দেশ থেকে যারাই বাহরাইনে যাচ্ছে, তাদের সবার ক্ষেত্রেই বিশেষ সতর্কতা অবলম্বন করা হয়েছে। করোনার টিকা নিয়েছেন কিংবা নেননি—এমন সবার জন্যই বাহরাইনে পৌঁছানোর পর ১০ দিন কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Facebook
Twitter
LinkedIn