২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৩৯

বাংলাদেশি দুই নারী ক্রিকেটার ওমিক্রনে আক্রান্ত

জিম্বাবুয়েফেরত বাংলাদেশ জাতীয় দলের দুই নারী ক্রিকেটারের দেহে করোনাভাইরাসের ‘ওমিক্রন’ ধরন শনাক্ত হয়েছে। দেশে এই প্রথম করোনার ওমিক্রন ধরন শনাক্ত হলো।

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক শনিবার (১১ ডিসেম্বর) ঢাকা শিশু হাসপাতালে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।জানা গেছে, ওই দুই নারী ক্রিকেটার দেশে ফিরলে তাদের নমুনা পরীক্ষা করা হয়। এতে তাদের রিপোর্ট পজিটিভ আসে। পরে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) জিনোম সিকোয়েন্স পরীক্ষায় তাদের দেহে ধরা পড়া ধরনটি ওমিক্রন বলে নিশ্চিত করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে আইইডিসিআরের একজন কর্মকর্তা বলেন, ‘আক্রান্ত দুজন নারী ক্রিকেটার ভালো আছেন‌। তাদের শরীরে মৃদু লক্ষণ রয়েছে। দুজনকে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।’

Facebook
Twitter
LinkedIn