২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৭:২৮

বাংলাদেশীদের চিকিৎসা দেবে না কলকাতার হাসপাতাল

বাংলাদেশের কোনো রোগীকে চিকিৎসাসেবা না দেয়ার ঘোষণা দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর কলকাতার মানিকতলা এলাকার জেএন রায় হাসপাতাল।

শুক্রবার জেএন রায় হাসপাতালের একাধিক কর্মকর্তা ভারতের বার্তা সংস্থা পিটিআইকে এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তারা বাংলাদেশে ভারতীয় পতাকার অবমাননা এবং দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর কথিত অত্যাচারের প্রতিবাদে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানান।

এর আগে ওই দিন বিকেলে মানিকতলার জেএন রায় হাসপাতাল ফেসবুক পোস্টে লেখে, ‘ভারতবর্ষের প্রত্যেকটা হাসপাতাল থেকে এই আওয়াজটা উঠুক।’ ওই পোস্টারে লেখা, ‘আপাতত বাংলাদেশী রোদগী দেখা বন্ধ। ভারতের চিকিৎসায় সুস্থ থেকে ভারতের জাতীয় পতাকার অবমাননা! এটা হতে পারে না।’

এদিকে এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন অনেকে। ভারতের পিয়ারলেস হাসপাতালের সিইও চিকিৎসক সুদীপ্ত মিত্র বলেছেন, ‘আমরা চিকিৎসক হিসেবে তো একথা বলতে পারি না। কারণ, রোগীর প্রথম পরিচয় তিনি অসুস্থ। তবে আগে প্রতিদিন আউটডোরে দেড় শ’ থেকে দু শ’ রোগী আসতেন। এখন সেই সংখ্যা কমে ১০ থেকে ১৫ -তে দাঁড়িয়েছে। বাংলাদেশী কোনো রোগী ভর্তি নেই। শুধু এই হাসপাতাল নয়, সব হাসপাতালের ছবিই এক।’

Facebook
Twitter
LinkedIn