২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:০৩

বাংলাদেশের এশিয়া কাপ মিশন শুরু কাল

এশিয়া কাপ টি- টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের মিশন শুরু হচ্ছে কাল থেকে। শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এবারের আসরে প্রথম ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। এশিয়া কাপের আগে এই ফরম্যাটের অধিনায়কত্বে পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজ সফরের পরপরই টি- টোয়েন্টির অধিনায়কত্ব থেকে সরিয়ে দেয়া হয় মাহমুদউল্লাহ রিয়াদকে। নতুন অধিনায়ক সাকিব আল হাসানের প্রথম এসাইনমেন্ট এশিয়া কাপ। 

টি-টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স ভালো না। জিম্বাবুয়ে সফরে গিয়ে সেখানে টি- টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ দল। গত সপ্তাহে দুবাই গিয়ে বাংলাদেশ দলের ক্রিকেটাররা সেখানকার কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার চেষ্টা করছে। আফগানিস্তান প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে সহজ জয় পেয়েছে। তবে বাংলাদেশ দল প্রতিপক্ষ নিয়ে নয়, নিজেদের নিয়েই ভাবছে। কিভাবে নিজেদের সেরাটা ২২ গজে দেয়া যায় সেই পরিকল্পনা করছে টিম ম্যানেজমেন্ট। এশিয়া কাপ এবং টি- টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের উপদেষ্টা কোচ হিসেবে কাজ করবেন ভারতের শ্রীধরণ শ্রীরাম। 

আইসিসি ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে প্রতিদিনই অনুশীলন করছে বাংলাদেশ দল। আফগানিস্তানের বিপক্ষে যতটা সম্ভব ভুল কম করার লক্ষ্য টাইগারদের। সুপার ফোরে খেলার আশা বাঁচিয়ে রাখতে প্রথম ম্যাচেই জিততে হবে সাকিব, মুশফিকদের। সবাই সেরাটা উপহার দিতে পারলে আফগানদের হারানো সম্ভব। 

সংযুক্ত আরব আমিরাতে এই পর্যন্ত ৫টি টি- টোয়েন্টি ম্যাচ খেলে একটিতেও জিততে পারেনি বাংলাদেশ। এবার সেই বন্ধ্যাত্ব ঘোচাতে চায় টাইগাররা। 

অন্যদিকে, প্রথম ম্যাচ জেতা আফগানিস্তানের লক্ষ্য বাংলাদেশকে হারিয়ে সুপার ফোর নিশ্চিত করা। স্পিন দিয়েই বাংলাদেশকে ঘায়েল করার পরিকল্পনা রয়েছে আফগানিস্তানের। প্রথম ম্যাচে বড় জয় পাওয়া আফগানিস্তান দল মানসিকভাবে বেশ চাঙ্গা রয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে খেলাটি।   

Facebook
Twitter
LinkedIn