২৫শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১০:১৫

বাংলাদেশের জন্য পদ্মা সেতু বিশাল অর্জন : বিশ্ব ব্যাংক

পদ্মা সেতু বাংলাদেশের বিশাল অর্জন বলে মন্তব্য করেছেন বিশ্ব ব্যাংকের আবাসিক প্রতিনিধি মার্সি টেম্বন।   শনিবার (২৫ জুন) সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি শেয়ার বিজকে বলেন, বাংলাদেশের সবচেয়ে বড় উন্নয়ন সহযোগী বিশ্ব ব্যাংক।  এই সেতুর মাধ্যমে বাংলাদেশের মানুষ ব্যাপকভাবে অর্থনৈতিক সুবিধা পাবে।

তিনি বলেন, পদ্মা সেতুর ফলে কর্মসংস্থানের সৃষ্টি হবে।  এই অঞ্চলের মানুষের সমৃদ্ধি বয়ে আনবে, কমে আনবে দারিদ্র্য।

 উল্লেখ্য, পদ্মা সেতুতে অর্থায়নে বিশ্ব ব্যাংক চুক্তিবদ্ধ হওয়ার পর দুর্নীতির অভিযোগ তুলে পিছু হটেছিল।  যদিও শেষ পর্যন্ত দুর্নীতির অভিযোগ কানাডার আদালতে টিকেনি। পরে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের দিকে এগিয়ে যায় সরকার। ৩০ হাজার ১৯৩ কোটি টাকা ব্যায়ে নির্মিত সেই সেতুর  উদ্বোধন হয় আজ শনিবার  ।

পদ্ম সেতুর মাওয়া প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন তিনি।  

বাংলাদেশ এই সেতু থেকে লাভবান হবে মন্তব্য করে তিনি বলেন, আমরা খুবই খুশি, দীর্ঘদিনের উন্নয়ন সহযোগি হিসেবে অমরা উচ্ছ্বসিত।  

Facebook
Twitter
LinkedIn