২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৪:১৯

বাংলাদেশে আসার অনুমতি পেলেন না নোরা

শোনা যাচ্ছিল আগের সমস্যা কাটিয়ে বাংলাদেশে আসবেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। কিন্তু তাকে আবারও বাংলাদেশে এসে অনুষ্ঠানে অংশ নেয়ার অনুমতি দেয়নি সংস্কৃতি মন্ত্রণালয়।

সোমবার (১৭ অক্টোবর) মন্ত্রণালয় একটি চিঠির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। চিঠিতে জানানো হয়ছে, বৈশ্বিক অবস্থার পরিপ্রেক্ষিতে দেশে বৈদেশিক মুদ্রার মজুত সুসংহত রাখার লক্ষ্যে ভারতীয় অভিনেত্রী নোরা ফাতেহিকে অংশগ্রহণের অনুমতি প্রদান করা যাচ্ছে না।

উইমেন লিডারশিপ কর্পোরেশন, ঢাকার আয়োজনে গ্লোবাল অ্যাচিভারস অ্যাওয়ার্ড (নারী উদ্যোক্তা) অনুষ্ঠানে তার আসার কথা ছিল। তাকে নিয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ১৮ নভেম্বর হওয়ার কথা ছিল আয়োজনটি। অনুমতি না পাওয়ায় নোরার ঢাকায় আসা হয়ে গেল অনিশ্চিত।

এর আগেও নোরাকে ঢাকায় আনার পরিকল্পনার কথা প্রকাশ হয় দেশের সংবাদমাধ্যমে। আগেরবারও অনুমতি দেয়নি সরকার।

সম্প্রতি উইমেন লিডারশিপ কর্পোরেশন সভাপতি ইসরাত জাহান মারিয়া কিছু সংবাদমাধ্যমকে নোরা ফাতেহি ঢাকায় আসছেন বলে জানান। এর কয়েক দিন পরই অনুমতি না দিয়ে চিঠি ইস্যু করল সংস্কৃতি মন্ত্রণালয়।

Facebook
Twitter
LinkedIn