২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:২২

বাংলাদেশে প্রবৃদ্ধি ৫.২ শতাংশে নামবে: বিশ্বব্যাংক

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে ২০২৩ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি কমবে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। বিশ্ব অর্থনীতির মতো বাংলাদেশেও জিডিপি প্রবৃদ্ধি কমবে। বিশ্বব্যাংক বলছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ২ শতাংশ এবং ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ।চলতি বছর সাড়ে ৭ শতাংশপ্রবৃদ্ধির লক্ষ্য ঠিক করেছে সরকার। 

গ্লোবাল ইকোনমিক প্রসপেক্টস জানুয়ারি ২০২৩’ শীর্ষক প্রতিবেদনে বিশ্ব অর্থনৈতিক পরিস্থিতি তুলে ধরেছে বিশ্বব্যাংক। বুধবার যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে সংস্থাটির সদর দফতর থেকে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে ২০২৩ সালের বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি ১ দশমিক ৭ শতাংশে নেমে আসবে বলে পূর্বাভাস দেয়া হয়েছে।

বিশ্বব্যাংক বলছে, বিশ্ব অর্থনীতির মতো বাংলাদেশেও জিডিপি প্রবৃদ্ধির কমবে। প্রতিবেদনে বলা হয়, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫ দশমিক ২ শতাংশ। এবং ২০২৩-২৪ অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২ শতাংশ।

গত বছরের অক্টোবরে সংস্থাটি বলেছিল, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জিত হতে পারে ৬ দশমিক ১ শতাংশ। এরআগে, জুনে পূর্বাভাস দিয়েছিল, ৬ দশমিক ৭ শতাংশ হতে পারে।অবশ্য ২০২২-২৩ অর্থবছরে ৭ দশমিক ৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির লক্ষ্য ধরেছে সরকার।

বিশ্বব্যাংক বলেছে, বিশ্বের প্রায় সবচেয়ে উচ্চ মূল্যস্ফীতি, সুদের হার বৃদ্ধি, বিনিয়োগ কম এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বৈশ্বিক প্রবৃদ্ধিতে ধীরগতি।প্রবৃদ্ধির অবনতির সঙ্গে উন্নয়নের সংকট তীব্র হচ্ছে। উদীয়মান ও উন্নয়নশীল দেশগুলোর বিশাল ঋণের বোঝা এবং বিনিয়োগ কমার কারণে বৈশ্বিক জিপিডি প্রবৃদ্ধি তলানিতে নেমে আসবে বলেও বলছে সংস্থাটি। 

Facebook
Twitter
LinkedIn