বাংলাদেশ সফরে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে তরুণ ও অনভিজ্ঞ নিউজিল্যান্ড দলকে নেতৃত্ব দেয়া টম লাথাম মনে করেন, কন্ডিশনের কথা বিবেচনা করে স্বাগতিকদের হারাতে কঠিন কাজ করতে হবে কিউইদের।
সদ্য অস্ট্রেলিয়ার বিপক্ষে ৪-১ ব্যবধানে সিরিজ জিতে অনেক বেশি আত্মবিশ্বাসী বাংলাদেশ। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে দ্বিপাক্ষীক টি-টুয়েন্টি সিরিজে প্রথম জয়ের জন্য ফেভারিট বাংলাদেশ।
বাংলাদেশের বিপক্ষে এখন পর্যন্ত খেলা ১০টি ম্যাচের সবগুলোতেই জয় আছে নিউজিল্যান্ডের। কিন্তু এই ফরম্যাটে বাংলাদেশের বর্তমান ফর্ম ও অনভিজ্ঞ নিউজিল্যান্ড দলের কারণে রেকর্ডটি হুমকির মুখে।
লাথাম বলেন, ‘অনেক দৃস্টিকোন থেকেই টি-টুয়েন্টি দলকে নেতৃত্ব দেয়া সত্যিই বড় সম্মানের। আমি অনেক দিন খেলিনি। এই মূহূর্তে বিশ্ব টি-২০তে নিউজিল্যান্ড কোন অবস্থায় আছে, খেলোয়াড়দের জন্য দল কী করছে, আমিসহ অনেক ছেলেদের জন্য এটি ভালো সুযোগ নিজেকে মেলে ধরার। আমরা জানি অস্ট্রেলিয়া সিরিজের দিকে তাকালে বিষয়গুলো খুব সহজ হবে না।’
তিনি আরো বলেন, ‘অধিনায়কত্বের দৃষ্টিকোণ থেকে, আপনি সর্বদা উন্নতি খুঁজবেন। এই ফরম্যাট আরেকটি সুযোগ এনে দিচ্ছে। অতীতে আমার অধিনায়কত্বের অভিজ্ঞতা আছে। আমাদের এই দলটি তারুণ্য নির্ভর। এখানে কিছু অভিজ্ঞতা আছে, তাই যতটা সম্ভব সেই সতীর্থদের উপর নির্ভর করার চেষ্টা করা হবে।’