২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২২শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫৫

বাংলাদেশে ৫ অক্টোবর ২০২৪-এ AamarStore এর আনুষ্ঠানিক উদ্বোধন

বিস্তারিত: বাংলাদেশে ই-কমার্স উদ্যোক্তাদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলতে যাচ্ছে AamarStore, যা আগামী ৫ অক্টোবর ২০২৪-এ আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে চলেছে। NIET Dhaka ক্যাম্পাসে (৬৯/E, গ্রীন রোড, পান্থপথ, ঢাকা-১২১৫, বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীতে) এই উদ্বোধনী অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে।

MD Iftekharul Islam এর নেতৃত্বে তৈরি AamarStore, একটি SaaS ই-কমার্স প্ল্যাটফর্ম, যা ব্যবসায়ীদের জন্য সহজে ও দ্রুত ই-কমার্স ওয়েবসাইট তৈরি ও পরিচালনা করার সুযোগ দেবে। প্ল্যাটফর্মটি স্বয়ংক্রিয় অর্ডার ম্যানেজমেন্ট, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন এবং ব্যবহারবান্ধব ডিজাইন টুলসের সুবিধা প্রদান করবে, যা নতুন ও বিদ্যমান ই-কমার্স ব্যবসায়ীদের জন্য অত্যন্ত সহায়ক হবে।

এর আগে AamarStore Global ২১ সেপ্টেম্বর ২০২৪-এ বিশকেকে ২৫টিরও বেশি দেশে চালু হয়েছে, যা আন্তর্জাতিক বাজারেও প্ল্যাটফর্মটির উপস্থিতি নিশ্চিত করেছে।

Facebook
Twitter
LinkedIn