Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / বিকাল ৫:১৭

বাংলাদেশ-ইংল্যান্ড সিরিজের সময়সূচি প্রকাশ

তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড। সীমিত ওভারের সিরিজটি হবে ঢাকা ও চট্টগ্রাম, এ দুই ভেন্যুতে। দুইটি সিরিজ খেলতে আগামী ২০শে ফেব্রুয়ারি বাংলাদেশে আসবে ইংল্যান্ড। ২০২৩ সালের পহেলা মার্চ মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে সিরিজ।

ইতিমধ্যে ইংল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সিরিজের সময়সূচি প্রকাশ করেছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। পরে আলাদা এক বিবৃতিতে ইংল্যান্ডের বাংলাদেশ সফরের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বিসিবি। 

পহেলা মার্চ মিরপুরে প্রথম ওয়ানডের পর পরের ম্যাচটি হবে তেসরা মার্চ। সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে, ৬ই মার্চ। ওয়ানডে সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ। চট্টগ্রামেই ৯ই মার্চ শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের শেষ দুটি ম্যাচের জন্য আবারও দুই দল ফিরবে ঢাকায়, ম্যাচগুলো হবে ১২ ও ১৪ই মার্চ।

ইংল্যান্ডের বাংলাদেশ সফরের সময়সূচি

পহেলা মার্চ, প্রথম ওয়ানডে, মিরপুর

দোসরা মার্চ, দ্বিতীয় ওয়ানডে, মিরপুর

৬ই মার্চ, তৃতীয় ওয়ানডে, চট্টগ্রাম

৯ই মার্চ, প্রথম টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১২ই মার্চ, দ্বিতীয় টি-টোয়েন্টি, চট্টগ্রাম

১৪ই মার্চ, তৃতীয় টি-টোয়েন্টি, মিরপুর

উল্লেখ্য, ২০১৬ সালে সর্বশেষ সফরে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ইংল্যান্ড। সেবার টেস্ট সিরিজ ড্র হয়েছিল ১-১ ব্যবধানে।

Facebook
Twitter
LinkedIn