কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার ক্রিকেট সিরিজ। দীর্ঘ ৭ বছর পর বাংলাদেশ সফরে এসেছে ইংল্যান্ড।ইংল্যান্ডের এই বাংলাদেশ সফরে থাকছে তিনটি ওয়ানডে ও দুইটি টে-টোয়েন্টি ম্যাচ।
আগামীকাল (বুধবার) মিরপুরের শের-এ-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ইংল্যান্ড। খেলাটি শুরু হবে দুপুর ২.৩০ এ।
কাল সিরিজের প্রথম ওয়ানডে, দ্বিতীয় ম্যাচটি হবে শুক্রবার। আগামী সোমবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।
টাইগারদের মোকাবিলায় থ্রি লায়ন্সরা এসেছে পূর্ণ শক্তির দল নিয়েই। গেল ১০ বছরে ওয়ানডেতে যারা নিজেদের নিয়ে গেছে অনন্য উচ্চতায়। শেষ দশকের সবচেয়ে ধারাবাহিক আর দাপুটে দল ইংল্যান্ড। বাংলাদেশের খেলাকে সম্মান করলেও জয়ের স্বপ্ন দেখছেন ইংল্যান্ডের অধিনায়ক।
ওয়ানডে ফরমেটে বাংলাদেশও কিন্তু কম যায় না। ঘরের মাঠে রীতিমতো বাঘের মতো খেলে তামিম বাহিনী। ওয়ানডেতে টাইগারদের ধারাবাহিক পারফরমেন্সের কারণে যেকোনো দলই সমীহ করে চলে। সবশেষ ২০ ম্যাচের ১৪টিতে জয়, তারই প্রমাণ। গেল ডিসেম্বরে লিটনের নেতৃত্বে শক্তিশালী ভারতকে হারিয়ে সিরিজ জিতে বাংলাদেশ। ইংল্যান্ডের বিরুদ্ধেও জয়ে আশাবাদী টাইগাররা।
এদিকে, আজ থেকে মিরপুরে প্রথম খেলার টিকিট বিক্রি শুরু হয়েছে। মাঠে বসে খেলা দেখতে ইস্টার্ন স্ট্যান্ড গ্যালারির টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে ২০০ টাকা। গ্র্যান্ড স্ট্যান্ডের টিকেটের দাম সবচেয়ে বেশি- ১৫০০ টাকা। ৩০০ টাকা নর্থ/সাউথ স্ট্যান্ড গ্যালারীর টিকিট। ক্লাব হাউজের টিকেট মিলবে ৫০০ টাকায়। আর ভিআইপি স্ট্যান্ড গ্যালারির টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০০ টাকা।
আজ থেকে ম্যাচের টিকিট বিক্রি করা হলেও মিলবে ম্যাচের দিন আগামীকালও। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের টিকিট কাউন্টার খোলা থাকবে সকাল ৯ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।