২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৪১

বাংলাদেশ-জিম্বাবুয়ে দ্বিতীয় টি-টোয়েন্টি আজ

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি ক্রিকেট সিরিজের দ্বিতীয় খেলায় আজ রোববার জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সন্ধ্যা ৬টায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে খেলাটি।

সিরিজে প্রথম খেলায় ৮উইকেটের বড় জয়ে এগিয়ে আছে বাংলাদেশ দল। আজ জিতলে ব্যবধান দ্বিগুণ হবে।

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের পরিসংখ্যান ভালো নয়। ২০ ম্যাচের মধ্যে ১৩টিতেই জিতেছে লাল-সবুজের জার্সিধারীরা, বিপরীতে হার ৭টি। সর্বশেষ সিরিজে টাইগারদের ২-১ ব্যবধানে হারিয়েছিল জিম্বাবুয়ে। 

এদিকে, প্রথম খেলায় জিতে ফুরফুরে মেজাজে রয়েছে বাংলাদেশ দল। দ্বিতীয় ম্যাচেও জয়ের ব্যাপারে আশাবাদী তারা। আজ অপরিবর্তী একাদশ নিয়েই মাঠে নামার আভাস দিয়েছেন বাংলাদেশের ব্যাটিং কোচ।

তবে সিরিজে সমতায় ফিরতে আশাবাদী জিম্বাবুয়েও। দলটির অধিনায়ক সিকান্দার রাজা নিজেদের সর্বোচ্চটা ঢেলে দেওয়ার কথা জানিয়েছেন।

Facebook
Twitter
LinkedIn