আজ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ ও ভারত ক্রিকেট দলের তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। সিরিজ শুরুর আগে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে ভারতকে হারানো সম্ভব বলে মনে করেন অধিনায়ক লিটন কুমার দাস। অন্যদিকে, শক্তির বিচারে এগিয়ে থাকলেও বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষই মানছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে খেলা শুরু হবে রোববার দুপুর ১২ টায়।
সাত বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে রোববার মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত ক্রিকেট দলের ওয়ানডে সিরিজ। প্রথম ওয়ানডে মাঠে গড়ানোর আগের দিন পুরোদমে অনুশীলন সেরেছে দু’দল। ঢাকার মিরপুরে মূল মাঠে এই দিন বাংলাদেশের সাথে অনুশীলন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। শুরুটা হয় হালকা স্ট্রেচিং দিয়ে। এরপর মুশফিক, মাহমুদউল্লাহরা অনুশীলন করেন রাসেল ডমিঙ্গোর তত্ত্বাবধানে।
টাইগাররা ফিল্ডিং অনুশীলন করেন লম্বা সময় ধরে। দির্ঘদিন পর আবারো গ্ল্যাভস হাতে নিচ্ছেন মুশফিক। তবে, দলে বেশ কিছু ইনজুরি সমস্যা থাকলেও হোম সিরিজে তার কোন প্রভাব পড়বে না বলে মনে করেন অধিনায়ক লিটন দাস।
এদিকে, মিরপুরে মূল মাঠে অনুশীলন করেছে ভারতীয় দলও। ব্যাটিংয়ে একটু বাড়তি মনযোগ দিয়েছিলেন রোহিত-কোহিলিরা। আলাদা ভাবে একাডেমির মাঠে ব্যাটিং অনুশীলন সেরেছে তারা। শক্তির দিকে ভারত এগিয়ে থাকলেও বাংলাদেশকে শক্ত প্রতিপক্ষই মানছে সফরকারিরা।
এরআগে, ট্রফি উম্মোচন করেন দুই দলের অধিনায়ক।