Search
২৮শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১৫ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৯শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ৮:৫১

বাংলার হারকিউলিস’ হয়ে আসছেন ডিপজল

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেতা মনোয়ার হোসেন ডিপজল। চলচ্চিত্রের পর্দায় এ অভিনেতাকে নেতিবাচক ও ইতিবাচক দুই চরিত্রেই দেখা গেছে। অভিনয়ের পাশাপাশি সিনেমা নির্মাণ ও প্রযোজনা করেন তিনি। চলচ্চিত্রের এই দুর্দিনে ডজনখানেক সিনেমা নির্মাণের ঘোষণা দিয়েছেন। এরই ধারাবাহিকতায় এবার ‘বাংলার হারকিউলিস’ নামে নতুন সিনেমার শুটিং শুরু করলেন।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) সাভারে ডিপজলের বাড়িতে এই সিনেমার দৃশ্যধারণের কাজ শুরু হয়েছে। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন ডিপজল। মনতাজুর রহমান আকবর পরিচালিত সিনেমাটিতে জুটি বেঁধে অভিনয় করছেন নাদিম ও মৌ খান।

সিনেমা প্রসঙ্গে ডিপজল বলেন, ‘বাংলার হারকিউলিস’ সিনেমার শুটিং একটানা শেষ করবো। চলতি বছরে একডজন সিনেমার কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে। এরই মধ্যে কয়েকটি সিনেমার শুটিং শেষ করেছি। খুব শিগগির বাকিগুলোর কাজও শেষ করবো।

ডিপজলের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান অমি-বনি কথাচিত্র থেকে সিনেমাটি নির্মিত হচ্ছে। সাভারের ফুলবাড়িয়ার অংশের শুটিং শেষে মানিকগঞ্জের সিংগাইরে সিনেমাটির দৃশ্যধারণের কাজ হবে বলে জানিয়েছেন নির্মাতা।

শারীরিক অসুস্থতা কাটিয়ে কাজে ফিরেছেন ডিপজল। করোনাকালে বেশ সতর্কতা অবলম্বনে কাজ করছেন তিনি।

ডিপজলের নিজের গল্পে সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন আব্দুল্লাহ জহির বাবু। কয়েকদিন আগে ডিপজল নতুন আরেকটি সিনেমার শুটিং শেষ করেন।

Facebook
Twitter
LinkedIn