Search
২৩শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে শাবান, ১৪৪৬ হিজরি / রাত ১১:৩৭

বাইডেনকে যা উপহার দিলেন মোদি

রাষ্ট্রীয় সফরে সফরে বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিন দিনের এই সফরে যাওয়ার আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেনের জন্য মোদি নিয়ে গেছেন নানা উপহার। যার মধ্যে রয়েছে গণেশের মূর্তি এবং দুর্লভ সবুজ হিরে। বুধবার বাইডেনের হাতে এসব উপহার তুলে দেন মোদি।

কলকাতার সংবাদমাধ্যম আনন্দবাজার জানিয়েছে, ১৯৩৭ সালে আইরিশ কবি উইলিয়ম বাটলর ইয়টসের অনুবাদ করা ‘টেন প্রিন্সিপলস্ অফ উপনিষদ’-এর প্রথম সংস্করণ বাইডেনের জন্য উপহার হিসেবে নিয়েছেন মোদি। বইটি মাইসুরুর বিখ্যাত চন্দন কাঠের তৈরি একটি বাক্সের মধ্যে রাখা ছিল। 

মোদির দেওয়া উপহারের তালিকার মধ্যে ছিল, কলকাতার স্বর্ণকারদের তৈরি রূপার গণেশ এবং প্রদীপ। এছাড়া বাইডেনের স্ত্রী জিলকে একটি সবুজ হিরা উপহার দিয়েছেন মোদি। 

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও ফার্স্ট লেডি জিল বাইডেন নৈশভোজের অংশ নিয়েছেন মোদি। হোয়াইট হাউসে বুধবার (২১শে জুন) রাতেই এই নৈশভোজে অংশ নেন তিনি।

Facebook
Twitter
LinkedIn