২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:১৩

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বাগেরহাটের রামপালে খুলনা-মংলা মহাসড়কে ট্রাকের সাথে ইঞ্জিন চালিত ভ্যানের সংঘর্ষে তিন জন নিহত হয়েছে। আজ শনিবার (২৭শে এপ্রিল) সকালে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

পুলিশ জানায়, ৭টা ৪০ মিনিটের দিকে খুলনা-মোংলা মহাসড়কের চেয়ারম্যানের মোড় এলাকায় মোংলাগামী একটি ট্রাক পিছন দিক থেকে ইঞ্জিন-চালিত একটি ভ্যানকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোঃ সাইদ মোড়ল (৪৫) নামের এক যাত্রীর মৃত্যু হয়। আহত হন চালকসহ ৪ জন। 

আহতদের উদ্ধার করে রামপাল উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে মোঃ আজাদ ও মোঃ মনি নামের আরও দুজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।এই ঘটনায় আহত আরও ২ জনকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।  

ট্রাকটিকে জব্দ করেছে কাটাখালী হাইওয়ে থানা পুলিশ। সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাগেরহাট জেলা বিশেষ শাখার পুলিশ পরিদর্শক।

Facebook
Twitter
LinkedIn