Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৫২

বাঘারপাড়ায় অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের জন্য খেলোয়াড়দের নাম রেজিষ্ট্রেশন

সাঈদ ইবনে হানিফ ] যশোরের বাঘারপাড়ায় অনূর্ধ্ব ১৭ ফুটবল টুর্নামেন্টের আয়োজন উপলক্ষে খেলোয়াড়দের নাম রেজিষ্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। সম্প্রতি উপজেলার জামদিয়া ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে খেলোয়াড়দের নামের তালিকা আহবান করলে ৬ জুন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে অনূর্ধ্ব ১৭ ফুটবল খেলোয়াড়রা তাদের বয়স যাচাই – বাছাইয়ের জন্য প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়া শুরু করে । জানা গেছে ইতিমধ্যে বিভিন্ন গ্রাম থেকে আগত ফুটবলাররা তাদের নাম তালিকাভুক্ত করার জন্য ইউপি সচিব মোঃ মোরসেদ আলীর সাথে যোগাযোগ করছেন । সূত্রে আরও জানা গেছে , আগামী কয়েকদিনের মধ্যে ইউনিয়ন পর্যায়ে বঙ্গবন্ধু গোর্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। আর এই খেলায় পেলেয়ার হিসেবে যোগদিতে বয়সের সীমাবদ্ধতা রয়েছে এজন্য প্রত্যেকের নিজ নিজ জন্মনিবন্ধন কার্ড, স্কুল পরিক্ষার প্রত্যায়ন পত্র ও এক কপি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে নিয়ে উপস্থিত হবে অন্যথায় খেলোয়াড় হিসেবে যোগদানের সুযোগ দেওয়া হবে না বলে জানিয়েছেন আয়োজক কমিটি।

Facebook
Twitter
LinkedIn