২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫০

বাঘারপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

বাঘারপাড়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সাঈদ ইবনে হানিফ ] কলকারখানা সহ সব কর্মসংস্থানে ৮ ঘন্টা শ্রম এবং স্বাস্থ্যসেবা , ঝুকি ও উৎসব ভাতা সুবিধা সহ শ্রমিকদের ন্যায় সংগত অধিকার বাস্তবয়ানের দাবিতে দেশের অন্যান্যে এলাকার মত, যশোরের বাঘারপাড়াতে ও পালিত হয়েছে মে, দিবস বা আন্তর্জাতিক শ্রমিক দিবস । দিবস টি উপলক্ষে উপজেলার বিভিন্ন পর্যায়ের শ্রমিক সংগঠন গুলো তাদের নিজ নিজ সংগঠনের ব্যানারে আলোচনা সভা সহ নানা কর্মসূচি পালন করেছে। একই ভাবে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দিবস টি পালন করে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নামে একটি সংগঠন। এদিন বিকেলে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ঘোষনগর বাজারে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় শ্রমিকের অধিকার ও ন্যায় ইনসাফের ভিত্তিতে শ্রমনীতি বাস্তবয়ানের দাবিতে আলোচনা করেন, ঘোষনগর বাজার জামে মসজিদের ইমাম মাওঃ আব্দুল হালিম, তিনি বলেন, প্রতি টি দেশের অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকাশক্তি হলো শ্রমিক, অথচ যুগের পর যুগ ধরে শ্রমিকরা তাদের মূল্য, মর্যাদা, ও ন্যায় সংগত অধিকার থেকে বঞ্চিত। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, স্থানীয় বাজার কমিটির সভাপতি মোঃ আকরাম হোসেন, পিকুল মোল্লা, সোহেল রহমান, প্রমূখ ঃ

Facebook
Twitter
LinkedIn