২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ৮:৩৩

বাঘারপাড়ায় আন্তর্জাতিক অহিংস দিবস উপলক্ষে (পিএফজি,র) মানববন্ধন কর্মসূচি পালিত “


সাঈদ ইবনে হানিফ} বাঘারপাড়া (যশোর) প্রতিবেদক: –
অহিংসার প্রথম নীতিই হলো সকল অমর্যাদাকে প্রত্যাখান করা। নিস্ক্রিয় থেকে অহিংসা প্রতিষ্ঠা করা যায় না। সংঘাত নয় ঐক্যর বাংলাদেশ চাই , এই শ্লোগান কে সামনে রেখে সারা দেশের ন্যায় যশোরের বাঘারপাড়ায় (আন্তর্জাতিক অহিংস দিবস) উপলক্ষে মানববন্ধন কর্মসূচি পালন করেছে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ পিএফজি কমিটি ।

২ অক্টোবর সকাল ১১.০০ টায় উপজেলার চৌরাস্তার মোড়ে ,দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশের এমআইপিএস প্রকল্পের অধীনে বাঘারপাড়া উপজেলা পিএফজি ও ওয়াইপিএজি এই ‘মানববন্ধনের’ আয়োজন করে ।

মানববন্ধনে বক্তব্য উপস্থাপন করেন, বাঘারপাড়া পিএফজির কোঅর্ডিনেটর মো: ইকরামুল কবির মিঠু, পিস এ্যাম্বাসেডর বীরপ্রতিক ইসহাক কলেজের অধ্যক্ষ মো: মোস্তাক মোর্শেদ, পিস এ্যাম্বাসেডর দিলরুবা পারভিন, প্রণয় বিশ্বাস , নজরুল ইসলাম প্রমুখ । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, পিএফজি কমিটির সদস্য হাফিজুর রহমান, জাতীয় পার্টির মো: শরিফুল ইসলাম, জাকের পার্টির উপজেলা কমিটির সভাপতি মো: লিটন মোল্লা, আদিবাসি সংগঠনের সভাপতি জনাব প্রহল্লাদ বাগচি, এবং ধর্মিয় নেতা মাওলানা আবুল বাশার সহ পিএফজি এবং ওয়াইপিএজির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন। এসময় মানববন্ধন কর্মসূচির আলোচনায় নেতৃবৃন্দ যে কোন ধরনের সংঘাত সহিংসতা হিংসা বিদ্বেষ পরিহারে অহিংস দিবসের গুরুত্ব তুলে ধরেন।

Facebook
Twitter
LinkedIn