” সাঈদ ইবনে হানিফ ঃ যশোরের বাঘারপাড়া উপজেলার বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয় মাঠে ফ্রী চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ৬ই মে – সকাল ৯ টায় স্থানীয় সেচ্ছাসেবী সংগঠন( ইসলামি সমাজ কল্যান সমিতির ) উদ্যোগে আয়োজিত এই ফ্রী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্পের সভাপতিত্ব করেন, সমিতির সভাপতি অধ্যাপক আশরাফ আলী, এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্লা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাগডাঙ্গা ঈদগাঁ ময়দানের সাবেক ইমাম মাওঃ আব্দুর রাজ্জাক, বিশিষ্ট সমাজ সেবক বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি গোলাম মোস্তফা, সমিতির সাধারণ সম্পাদক মাওঃ আব্দুল গফুর, ইউপি সদস্য আনিছুর রহমান বিপ্লব, মাওলানা সোহরাব হোসেন। সহযোগিতায় ছিলেন, মাষ্টার শহিদুল ইসলাম বুলবুল, শিমুল রানা, মোঃ বাকীবিল্লাহ, আফছার উদ্দিন প্রমূখ ঃ বক্তব্য রাখেন, বাগডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সেলিম রেজা, মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা আব্দুল গফুর, অধ্যাপক আশরাফ আলী, ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ মোল্লা । উল্লেখ্য, এই ফ্রী চক্ষু চিকিৎসা সেবা ক্যাম্প পরিচালনা করেন, খুলনা (বিএনএসবি) চক্ষু হাসপাতাল ও ডাচ বাংলা ব্যাংক পিএলসি। এদিন ফ্রী। সেবা ক্যাম্পের মাধ্যমে আশপাশের শতাধিক রোগীর চোখের বিভিন্ন প্রকার পরিক্ষা নিরিক্ষার করে ব্যাবস্থাপত্র এবং চশমা প্রদান করা হয়। এছাড়া বেশকিছু রোগীর ছানি অপারেশনের জন্য হাসপাতালের নিজস্ব তত্ত্বাবধানে শিরোমণি চক্ষু হাসপাতালে নেওয়া হয় ।