৮ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ২৪শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ / ৮ই রজব, ১৪৪৬ হিজরি / দুপুর ২:৫১

বাঘারপাড়ায় জাতীয়তাবাদী কৃষক সমাবেশ অনুষ্ঠিত “

সাঈদ ইবনে হানিফ:

যশোরের বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ি ও জামদিয়া ইউনিয়নের জাতীয়তাবাদী কৃষক দলের আয়োজনে বিশাল কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে । ৬ জানুয়ারি ২০২৫ ইং সোমবার দুপুরে স্থানীয় ষাইটখালি – ভিটাবল্লা মাঠে এই সমাবেশের আয়োজন করা হয় । উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক মো সামছুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি কৃষিবিদ হাচান জাফির (তুহিন)। প্রধান বক্তা হিসেবে উপস্হিত ছিলেন , খুলনা বিভাগীয় জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক জননেতা অনিন্দ্য ইসলাম (অমিত)। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ,জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জননেতা শহিদুল ইসলাম (বাবুল) । কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক ও নির্বাহী সদস্য প্রকৌশলী টিএস আইয়ুব হোসেনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ । অনুষ্ঠানের সার্বিক সহযোগিতা করেন বাঘারপাড়া উপজেলা বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী বৃন্দ । অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ,এফএম আসলাম হোসেন।

Facebook
Twitter
LinkedIn