২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / বিকাল ৩:৫৩

বাঘারপাড়ায় ( বিএনপির) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা ও র্্যালি অনুষ্ঠিত

সাঈদ ইবনে হানিফ ] বাঘারপাড়া ঃ যশোরের বাঘারপাড়ায় বিএনপির ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও র্্যালি অনুষ্ঠিত হয়েছে । উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত এই আলোচনা সভার উদ্দেশ্যে এদিন নির্ধারিত সময়ের আগেই সভা স্থল নেতাকর্মীদের পদচারনায় পরিপূর্ন হয়ে যায় । দুপুরের পর থেকে বিভিন্ন ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা কর্মী সমর্থক র্্যালি সহকারে সভাস্থলে জড়ো হতে শুরু করে । ২ সেপ্টেম্বর ( শনিবার) বিকেলে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে (ব্র্যাক) মোড়ের অস্থায়ী কার্যালয়ের সামনে আয়োজিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শামছুর রহমান। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সাধারন সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়র টিএস আইয়ুব হোসেন । বিশেষ অতিথি ছিলেন, পৌর বিএনপির সভাপতি আব্দুল হাই মনা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান, আনিসুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী। উপস্থিত ছিলেন, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোঃ গোলাম ছরোয়ার, হাফিজুর রহমান, আব্দুল গফফার, মোহাম্মদ আলী, যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, অহেদ আলী , জহুরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মোস্তফা কামাল, যুগ্ম আহ্বায়ক আবু তালেব, বন্দবিলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান তপন, যুগ্ম আহ্বায়ক টিটো, রায়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুস সালাম সৌদি, যুগ্ম আহ্বায়ক শফিয়ার রহমান, নারিকেলবাড়িয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাষ্টার শরাফত হোসেন, যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা শিকদার, ধলগ্রাম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক খয়বার মোল্লা, যুগ্ম আহ্বায়ক মাষ্টার কবির হোসেন, দোহাকুলা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মশিয়ার রহমান , যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন, দরাজহাট ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শাহাজাহান মোল্লা, যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, জামদিয়া বিএনপির আহ্বায়ক দাউদ হোসেন, যুগ্ম আহ্বায়ক আসলাম শেখ, এছাড়া, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মেহেদি হাসান , হাবিবুল্লাহ হাবিব, উপজেলা যুবদলের আহ্বায়ক এখলাচ হোসেন, ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ঈছা, সদস্য সচিব মাসুম পারভেজসহ বিএনপির অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
LinkedIn