২৪শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১০ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৪শে রজব, ১৪৪৬ হিজরি / রাত ১২:৩১

বাঘারপাড়ায় বিএনপি নেতা (সাবেক ইউপি চেয়ারম্যান) হাফিজুর রহমানের মৃত্যুতে শোক প্রকাশ

” সাঈদ ইবনে হানিফ ] যশোরের বাঘারপাড়া উপজেলার ৫ নং ধলগ্রাম ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মোঃ হাফিজুর রহমান ইন্তেকাল করেছেন, ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । ২৫ সেপ্টেম্বর রাত ১২ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরন করেন বলে দলীয় সূত্র জানিয়েছে। তাৎক্ষণিক ভাবে এই বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন , যশোর- ৪ ( বাঘারপাড়া বসুন্দিয়া অভয়নগর) নির্বাচনী এলাকার জনপ্রিয় নন্দিত নেতা ইন্জিনিয়ার টিএস আইয়ুব হোসেন । একই ভাবে শোক ও সমবেদনা জানিয়েছেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম -আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব , মশিউর রহমান । সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিএনপি নেতা আবু তাহের ছিদ্দিকী, সাবেক পৌরসভা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির নেতা আব্দুল হাই মনা, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিএনপির সিনিয়র আহ্বায়ক মোঃ শামছুর রহমান , জামদিয়া ইউনিয়ন বিএনপি নেতা মোঃ আসলাম হোসেন, বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ও সাবেক সাধারণ সম্পাদক মোঃ গোলাম ছরোয়ার, বিএনপি নেতা মোঃ হাফিজুর রহমান,, যুগ্মআহ্বায়ক মোহাম্মদ আলী, সহ যুবদল, ও ছাত্রদলের নেতাকর্মীবৃন্দ। আজ যোহর বাদ জানাজা শেষে পারিবারিক করব স্থানে তার দাফন কাজ সম্পন্ন হবে । দলীয় সূত্রে জানিয়েছে , মৃত্যুর আগমুহূর্ত পর্যন্ত তিনি বিএনপির একজন সক্রিয় কর্মী হিসেবে বলিষ্ঠ ভুমিকা পালন করেছেন। এজন্য তার জীবন কর্ম সম্পর্কে উপজেলা বিএনপি এবং অঙ্গ সংগঠন শ্রদ্ধাভরে স্বরণ রাখবে ।

Facebook
Twitter
LinkedIn