Search
২২শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে শাবান, ১৪৪৬ হিজরি / সকাল ৯:৪৯

বাঘারপাড়ায় বিগত সময়ে (হামলা মামলার ) শিকার কর্মীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করেছে বিএনপি “

বাঘারপাড়ায় বিগত সময়ে (হামলা মামলার ) শিকার কর্মীদের নিয়ে সংবর্ধনা অনুষ্ঠান করেছে বিএনপি “
সাঈদ ইবনে হানিফ]= , বাঘারপাড়া (যশোর ) : যশোরের বাঘারপাড়ায় বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে হামলা মামলার শিকার নেতাকর্মীদের নিয়ে সংবর্ধনা, অনুষ্ঠান করেছে বিএনপি ।
গতকাল সকালে দরাজহাট ইউনিয়ন বিএনপির আয়োজনে উপজেলার ছাতিয়ানতলা বাজারে এ অনুষ্ঠান করা হয়। দরাজহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাফিজুর রহমানের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও কেন্দ্রীয় বিএনপির নির্বাহি কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব। দরাজহাট ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজাহান মোল্যার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন, কেন্দ্রীয় কৃষক দলের সহ-সম্পাদক মফিজুর রহমান লিটন, বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমি, সাধারণ সম্পাদক শামসুর রহমান,সাংগঠনিক সম্পাদক এখলাস হোসেন, বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু,সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনিসুর রহমান,দোহাকুলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক বিল্লাল হোসেন, দরাজহাট ইউনিয়ন স্বেচ্ছসেবক দলের সভাপতি আবু তালেব বিশ্বাস বিশ্বাস। একই অনুষ্ঠান হয়েছে বাসুয়াড়ী ইউনিয়নে। এদিন বিকেলে উপজেলার বাসুয়াড়ী ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাহমুদপুর হাইস্কুল মাঠে বাসুয়াড়ী ইউনিয়ন বিএনপি এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ হাফিজুর রহমান। উপস্থিত ছিলেন, ইউনিয়ন সেক্রেটারি মোহাম্মদ আলী, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে দুস্থ ও গরীবদের মাঝে কম্বল বিতরন করা হয়।

Facebook
Twitter
LinkedIn