Search
২৪শে ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ১১ই ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ / ২৫শে শাবান, ১৪৪৬ হিজরি / সন্ধ্যা ৬:১০

বাঘারপাড়ায় বিভিন্ন অফিস ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বাঘারপাড়ায় বিভিন্ন অফিস ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করলেন জেলা প্রশাসক ”

সাঈদ ইবনে হানিফ ] — যশোরের বাঘারপাড়া উপজেলার বিভিন্ন অফিস ও উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেছেন যশোরের জেলা প্রশাসক মোঃ আবরাউল হাসান মজুমদার। ১৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে তিনি বাঘারপাড়ায় এসে৷ প্রথমে উপজেলা নির্বাহী অফিস, এবং পর্যায়ক্রমে উপজেলা ভূমি অফিস (সহকারী কমিশনারের অফিস), থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কার্যালয় ও পৌর সভা পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপজেলা নির্বাহী অফিসার হোসনে আরা তান্নি , সহকারী কমিশনার (ভূমি) তামান্না ফেরদৌসি , থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদত হোসেন, পৌর মেয়র কামরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আব্দুর রউফ , মহিলা ভাইস চেয়ারম্যান বিথিকা রানী বিশ্বাস, দোহাকুলা ইউপি চেয়ারম্যান আবু মোতালেব তরফদার এবং রায়পুর ইউপি চেয়ারম্যান মুন্জুর রশিদ স্বপন সাথে ছিলেন। এসময় তিনি এসব অফিসের বিভিন্ন কার্যক্রমের খোঁজ খবর নেন।

Facebook
Twitter
LinkedIn