২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / ভোর ৫:০১

বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র গুরুতর আহত “


✍️নিজস্ব প্রতিবেদক: – যশোরের বাঘারপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক মাদ্রাসা ছাত্র আহত হয়েছে। আহত হাসিবুল ইসলাম (১৭) স্থানীয় রাধানগর আমিনিয়া আলিম মাদ্রাসার ছাত্র ও উপজেলার রাধানগর গ্রামের জাহাঙ্গীর সরদারের পুত্র । স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরন করে । স্থানীয় সূত্রে, ওই এলাকার মাহমুদুর রহমান ও কামাল হোসেন জানিয়েছেন, গতকাল সন্ধ্যায় সে দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় ওই গ্রামের তালের সারি নামক স্থানে রাস্তার পাশে একটি তাল গাছের সাথে ধাক্কা লেগে গুরুতর আহত হয় এবং মোটরসাইকেল টি দুমড়ে মুচড়ে যায়। খবর পেয়ে পরিবারের লোকজন এসে তাকে আহত অবস্থায় প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য বসুন্দিয়া এবং পরে তার অবস্থার অবনতি ঘটলে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানা গেছে । এব্যাপারে স্থানীয় ইউপি সদস্য মোঃ জিল্লুর রহমানের সাথে মোবাইলে যোগাযোগ করা হলেও থাকে পাওয়া যাইনি ।

Facebook
Twitter
LinkedIn