২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ / ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে রজব, ১৪৪৬ হিজরি / সকাল ১১:০৩

বাঘারপাড়ায় সাংবাদিক আযম খানের মায়ের মৃত্যুতে প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

”  সাঈদ ইবনে হানিফ ঃ  যশোরের বাঘারপাড়ায় সাংবাদিক আযম খানের মাতা মোছাম্মত  রাজিয়া বেগম ইন্তেকাল করিয়াছেন ইন্নাল্লিাহি … .. .. .. রাজিউন। মত্যুকালে তার বয়স হয়েছিলো (৮৫) বছর। রাজিয়া বেগম দির্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভূগছিলেন। শনিবার তিনি নিজ বাড়ি উপজেলার করিমপুর গ্রামে ইন্তেকাল করেন, রবিবার সকাল নয়টায় মরহুমার নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার  দাফন কাজ সম্পান্ন করা হবে। মুত্যুকালে তিনি স্বামী, সন্তান সহ রেখে গেছেন অসংখ্য গুনকগ্রাহী। আযম খানের মায়ের মৃত্যুতে শোকসন্তপ্ত পারবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বাঘারপাড়া প্রেস ক্লাবের সভাপতি ইকবল কবির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির,সহসভাপতি খান কেএম শরাফত উদ্দীন,আজিজুর রহমান,ফরিদুজ্জামন,চন্দন দাস,শাহজান সাজু, মুজ্জাফ্ফার হোসেন,আব্দুর রব, অনুপম দে, প্রদীপ কুমার  পিন্টু, তরুণ মন্ডল, রেহমান জেমাম বাবু, এমএ আওয়াল সরদার,শামিম রেজা, রাকিব হোসেন,সাঈদ ইবনে  হানিফ,মঞ্জুর মুরশিদ, আহাদ আলী প্রমুখ

Facebook
Twitter
LinkedIn