২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪০
২৫শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ / ১০ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ / ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৬ হিজরি / ভোর ৫:৪০

বাঘারপাড়ায় সিএনজি যোগে গরুচুরি করতে গিয়ে গণপিটুনির শিকার দুই জনকে পুলিশে দিয়েছে এলাকাবাসি

বাঘারপাড়ায় সিএনজি যোগে গরুচুরি করতে গিয়ে গণপিটুনির শিকার দুই জনকে পুলিশে দিয়েছে এলাকাবাসি ” সাঈদ ইবনে হানিফ ] যশোরের বাঘারপাড়ার রঘুনাথপুর গ্রাম থেকে (সিএনজি) যোগে গরু চুরি করতে গিয়ে জনতার ধাওয়া খেয়ে পালানোর সময় দুই চোর কে ধরে গণপিটুনি দিয়েছে এলাকাবাসি। ২৬ আগস্ট (শনিবার) বেলা দুইটার দিকে এই ঘটনা ঘটে । খবর পেয়ে বাঘারপাড়া থানার এসআই তারিকুল ইসলাম এবং এসআই আসাদুজ্জামান আসাদ, গরু চুরি কাজে ব্যাবহারিত সিএনজি সহ তাদের উদ্ধার করে থানা হেফাজতে নেয় । গরু চোর সন্দেহে আটক সুমন শেখ খুলনা দৌলতপুর আমতলা মোড়ের আবদুল হাকিমের ছেলে এবং সিএনজি চালক শহিদুল ইসলাম খালিশপুর থানার গয়ালখালি গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে বলে তারা জানিয়েছে । উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনিছুর রহমান বিপ্লব বলেন, জোহরের নামাজের পর আনুমানিক বেলা দুই টার দিকে মাহমুদপুর এলাকা থেকে একটি ফোন আসে, বলা হয় সিএনজি যোগে গরু চুরি করে ঘুনি বাজার হয়ে পালিয়ে যাচ্ছে । এমন খবর পেয়ে রাস্তার উপর দাড়াতেই দ্রুত গতির সিএনজি টি তার পায়ের উপর দিয়ে চলে যায়। এই ঘটনায় বাজারে থাকা লোকজন ধাওয়া করে পার্শ্ববর্তী ঘুনি গ্রামের ভীতর থেকে ওই সিএনজি সহ দুই জনক ধরে গণপিটুনি দেয়। এসময় পালিয়ে যায় আরও একজন। বাসুয়াড়ী ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সাইফুল ইসলাম বলেন, তার গরুটি প্রতিদিনকার মত রাস্তার পাশে বাধা ছিলো -। দুপুরের দিকে একটি (সিএনজি) দাড়করিয়ে দুই জন ব্যাক্তি তার বাছুর গরুটি উঠাতে গেলে জনৈক মহিলা দেখে ডাক চিৎকার দেয় । এসময় তারা গরুটি ফেলে দ্রুত ঘুনি বাজারের দিকে পালিয়ে যায় । এই খবর দ্রুত মোবাইলে ছড়িয়ে দিলে কিছুক্ষণ পর সিএনজি সহ চোরচক্র ধরা পড়ছে জানতে পেরে সরেজমিনে এসে তাদের সনাক্ত করে

Facebook
Twitter
LinkedIn